নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীর অদূরে ঐতিহ্যবাহী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ, নোয়াখালী অবস্থিত। ১৯৮১ সালে ৫১.২১ একর জায়গা নিয়ে ইহা প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উদাহরণ হিসেবে এটিআই বেগমগঞ্জ সবার কাছে সমাদৃত। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইং এর প্রশাসনিক নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের একাডেমিক নির্দেশনা মোতবেক অত্র প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ১৯৮১-৮২ শিক্ষাবর্ষ থেকে দুই বছর মেয়াদী বিভাগীয় কৃষি ডিপ্লোমা কোর্স কারিকুরাম নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ হতে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে তিন বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়। বর্তমানে কৃষি ডিপ্লোমার মেয়াদ চার বছর তবে সেটা পূর্বের তিন বছর মেয়াদী কৃষি ডিপ্লোমার সমমান।
দেশের ১৮টি সরকারী এটিআই এর মধ্যে বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যে এটিআই বেগমগঞ্জ একটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। কৃষি প্রধান বাংলাদেশে টেকসই কৃষি উন্নয়নে দক্ষ জনবল তথা ডিপ্লোমা কৃষিবিদ তৈরিতে অত্র এটিআই তার নিরলস ভূমিকা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS